News71.com
 Lifestyle
 15 Feb 16, 01:33 AM
 1395           
 0
 15 Feb 16, 01:33 AM

সেচছাসেবি সংগঠন স্বপ্ন'র স্বপ্নবাজদের রাজধানীতে অভিনব বসন্ত উদযাপন ।।

সেচছাসেবি সংগঠন স্বপ্ন'র স্বপ্নবাজদের রাজধানীতে অভিনব বসন্ত উদযাপন ।।

নিউজ ডেস্ক : বসন্তের আগমনে যেন এক অন্য রকম সাজে সেজেছিল রাজধানী। তরুণ তরুণীরা নানা আয়োজনে নিজেদের মতো করে দিনটি উদযাপন করেছেন । কিন্তু কিছু তরুণ-তরুণী গত ১৩ই ফেব্রুয়ারি ফুল হাতে ঘুরেছেন রাজধানীর আনাচে-কানাচে। তাঁরা ফুল বিক্রি করেছেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। এ তরুণ-তরুণীরা ‘স্বপ্ন’ নামের একটি সংগঠনের সদস্য। এই ‘স্বপ্নবাজ’রা এবার ব্যতিক্রমী উপায়ে বসন্ত উদযাপন করেছেন। বসন্তের এ ফুলগুলো সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ফুল বিক্রির টাকা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করবেন তাঁরা। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা ১১টা থেকে তাঁদের এ কার্যক্রম শুরু হয়। সংগঠনের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, কার্জন হল, টিএসসি, চারুকলা অনুষদ, বেইলি রোড, হাতিরঝিল, গুলশান পার্ক, জিয়া উদ্যানসহ রাজধানীর বিভিন্ন স্থানে ফুল বিক্রি করেন। কার্যক্রম চলে বিকেল পর্যন্ত। সন্ধ্যায় সংগঠনটির সদস্য আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের ছাত্র তানভীর হাসান তন্ময় জানান তাঁরা প্রায় ৩৩ হাজার টাকার ফুল বিক্রি করেছেন। প্রাথমিকভাবে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, এই টাকা দিয়ে তাঁরা পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, বস্ত্রসহ বিভিন্ন খাতে ব্যয় করবেন। উল্লেখ্য সংগঠনটি ২০১৩ সাল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। সদস্য সংখ্যা প্রায় ২০০০ যারা সকলেই বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত বছর ভালোবাসা দিবসে তারা অগ্নিদগ্ধদের সাহায্যের জন্য ফুল বিক্রি করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন