News71.com
 Lifestyle
 17 Aug 19, 08:01 PM
 852           
 0
 17 Aug 19, 08:01 PM

টাকা-পয়সার লেনদেন ছড়াচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও রোগজীবানু॥

টাকা-পয়সার লেনদেন ছড়াচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও রোগজীবানু॥

লাইফস্টাইল ডেস্কঃ সব পেশার মানুষকেই প্রতিদিনই লেনদেনের প্রয়োজনে গুনতে হয় টাকা-পয়সা। আর টাকা-পয়সা লেনদেন বা গণনা করতে গিয়েই নিজেদের অজান্তেই আক্রান্ত হচ্ছেন রোগ-ব্যাধিতে। কাগজের নোট আর ধাতব কয়েন- দুটোই মিলেছে মিলেছে ই-কোলাই ও ফেকাল কলিফর্ম নামের ক্ষতিকর ব্যাকটেরিয়া। আরও পাওয়া গেছে মল থেকে রোগজীবানু। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের এক গবেষণায় উঠেছে এসেছে এমন তথ্য। গবেষণায় জানা গেছে, সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া ও মলের জীবানু পাওয়া গেছে মাংস, মাছ ও মুরগি বিক্রেতার কাছ থেকে নেয়া নোটে। বিষয়টি সম্পর্কে ভালো ধারণা নেই সাধারণ মানুষের। গবেষকরা বলছেন, আঙ্গুল দিয়ে বারবার নোট গোনায় পেটে চলে যায় ক্ষতিকারক ব্যাকটেরিয়া। এতে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হন। তাই নোট ধরার পর হাত ধোয়ার পরামর্শ চিকিৎসকদের। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন বিভাগ জানায়, এ বিষয়ে আরও বড় পরিসরে আরেকটি গবেষণা করার পরিকল্পনা রয়েছে তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন