News71.com
 Lifestyle
 29 Jul 19, 11:32 AM
 877           
 0
 29 Jul 19, 11:32 AM

অসময়ে কালো চুল সাদা হওয়া বন্ধ করবে যে ফল।।

অসময়ে কালো চুল সাদা হওয়া বন্ধ করবে যে ফল।।

লাইফস্টাইল ডেস্কঃ বয়সে চুল পাকে খুবই স্বাভাবিক। কিন্তু বিপত্তি তখনই ঘটে যখন অকালে আপনার কালো চুলগুলো সাদা হয়ে যায়। আর আপনার বয়স বেশি মনে হয়। তবে একটি ফল আছে যা খেলে বা নারকেল তেল, মেথি গুড়ো দিয়ে ব্যবহার করলে অসময়ে আপনার কালো চুলগুলো সাদা হওয়া থেকে রক্ষা পাবে। এই ফলের নাম আমলকী। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমলকী অকালে পাকা বন্ধ করতে পারে। এছাড়া চুলের গোড়া মজবুত ও চুল বৃদ্ধি করে। জেনে নিন চুলে কীভাবে আমলকী ব্যবহার করবেন।

আমলকী নারকেল তেল ও মেথি
প্যানে ৩ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ মেথি গুঁড়া ও ২ টেবিল চামচ আমলকীর গুঁড়া একসঙ্গে গরম করে নিন। কিছুক্ষণ পর নামিয়ে ঠাণ্ডা করে ছেঁকে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

আমলকী টক দই ও মধু
২ চা চামচ আমলকী গুঁড়া, ২ চা চামচ টক দই ও১ চা চামচ মধুর সঙ্গে পরিমাণ মতো কুসুম গরম পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। নিয়মিত ব্যবহার চুল পড়া বন্ধ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন