News71.com
 Lifestyle
 24 Jun 17, 12:17 AM
 2031           
 0
 24 Jun 17, 12:17 AM

জানেন কি, ঝালমুড়ি থেকে হতে পারে মারনব্যাধি ক্যান্সার..........

জানেন কি, ঝালমুড়ি থেকে হতে পারে মারনব্যাধি ক্যান্সার..........

 

নিউজ ডেস্কঃ ঝালমুড়ি খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। তা না হলে কিন্তু নির্ঘাত মৃত্যু। অবাক হলেও একথা বলছেন চিকিৎসকরাই। চিকিৎসকেরা জানালেন, দোষটা আদতে ঝালমুড়ির নয়, গোটা সমস্যাটা করছে মূলত ঝালমুড়ির ঠোঙা। জানা গেছে, খবরের কাগজে থাকে একধরণের কেমিক্যাল, যা খাবারের সঙ্গে সেই কেমিক্যাল মিশে এক ধরণের বিষে রূপান্তরিত হয়, যা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। দেখে নিন, আর কী কী হতে পারে, খবরের কাগজে মোড়া খাবার খেলে-

১। খবরের কাগজে খবর ছাপানোর জন্য এক বিশেষ কেমিক্যালে মিশ্রিত কালি ব্যবহার করা হয়ে থাকে। যা কিনা খাবারের সঙ্গে মিশে যায়। এই কেমিক্যালের থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি ৷

২। শুধু ক্যান্সার নয়, ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার ফুসফুস ও কিডনিও।

৩। খবরের কাগজের কালিতে ক্ষতি হয় আপনার লিভারেরও। হজম শক্তি লোপ পায়। এমনকী, অনেক সময় হরমোন নিঃসরণেও সমস্যা সৃষ্টি করে খবরের কাগজের এই কালি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন