News71.com
 Lifestyle
 10 Mar 16, 01:11 AM
 1260           
 0
 10 Mar 16, 01:11 AM

স্বর্গ যখন নরক - সেখানে স্বৈরাচারী ভূমিকাই ভবিতব্য ।।

স্বর্গ যখন নরক - সেখানে স্বৈরাচারী ভূমিকাই ভবিতব্য ।।

সোহাগ সরকার : দীর্ঘ ৩০ বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের পর গণতন্ত্রের স্বপ্ন দেখেছিল পর্যটকদের কাছে আকর্ষণীয় দ্বীপরাষ্ট্র মলদ্বীপ। আন্দোলনের ঢেউয়ে সওয়ার হয়ে মসনদে আসীন হয়েছিল নয়া সরকার। কিন্তু মাত্র ৮.৫ বছরেই মিলিয়ে যেতে বসেছে গণতন্ত্রের বুদবুদ।

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মলদ্বীপ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের নয়নের মণি৷ প্রতিবছর বিশ্বের নানান দেশের অজস্র পর্যটক এখানে পাড়ি জমান৷ কিন্তু নিসর্গের আলোকবৃত্তের আড়ালে থাকা অন্ধকার তাঁদের চোখে ধরা পড়া মুশকিল।

নাগাড়ে ৩০ বছর স্বৈরতন্ত্র কায়েম ছিল মলদ্বীপে৷ ২০০৮ সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে দ্বীপরাষ্ট্রে গণতন্ত্র স্থায়ী হবে, এমনই আশা করেছিলেন নাগরিকরা৷ কিন্তু স্বৈরাচারী শাসক মামুন আবদুল গাইয়ুমের পতনের পর গণতন্ত্রের মুক্ত বাতাস বেশি দিন স্থায়ী হয়নি এদেশে৷ নির্বাচনে জয়ী হয়ে মহম্মদ নাশিদ ক্ষমতায় এলেও তাঁর শাসনকালে শান্তি ফেরেনি৷ ফের গণবিক্ষোভের আগুন জ্বলে ওঠায় তাঁকে গদি হারাতে হয়৷ এরপর থেকেই মলদ্বীপ যেন ফিরতে শুরু করে স্বৈরতন্ত্রের তমসাচ্ছন্ন দিনে৷

২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দ্বীপরাষ্ট্রের ক্ষমতায় আসীন ছিলেন মহম্মদ নাশিদ৷ তাঁর বিরুদ্ধে ক্ষমতার সামগ্রিক অপব্যবহারের অভিযোগ ওঠে৷ সেই সময় বিচারবিভাগ এবং আমলাতন্ত্রের সঙ্গে প্রশাসনের বিরোধ চরমে ওঠে৷ শেষ পর্যন্ত গণবিক্ষোভের মুখেই সরে যেতে হয় নাশিদকে৷ ২০১৩ সালের নির্বাচনে তিনি হেরে যান প্রাক্তন প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের সৎভাই ইয়ামিন আবদুল গাইয়ুমের কাছে৷

দুঃখের বিষয়, প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের শাসনকালে শাসনামলে বিরোধীদের মত প্রকাশের ওপর যথেষ্ট লাগাম দেওয়া হয়েছে৷ ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ আপাতত কারাবন্দি৷ তাঁর ১৩ বছরের কারাদণ্ড হয়েছে৷ দুই প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট-সহ আরও বেশ কয়েকজন বিরোধী নেতাকেও গারদে পুরেছে আদালত৷ অভিযোগ, অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি৷ দ্বীপরাষ্ট্রে নিষিদ্ধ হয়েছে জনসভা৷

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক আব্বাস ফয়েজ মনে করেন,'ক্ষমতাসীন দল যদি বিরোধী দলগুলিকে যথাযথ কাজ করতে না দেয়, তাহলে গণতন্ত্র ফের বিপন্ন হবে৷'

সরকারের বক্তব্য, দেশে স্বৈরতন্ত্র প্রত্যাবর্তনের আশঙ্কা অমূলক৷ সরকারি মুখপাত্র ইব্রাহিম হোসেন শিহাব জানিয়েছেন, 'মলদ্বীপের গণতন্ত্র নবীন৷ তবে আমাদের শাসনতন্ত্র অত্যন্ত উদার৷ গণতন্ত্রে যে সমস্যাগুলি দেখা দিয়েছে, সেই সব কাটিয়ে ওঠার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন৷'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন