News71.com
 International
 19 Jul 16, 04:20 PM
 429           
 0
 19 Jul 16, 04:20 PM

এই মোষের দাম ৪কোটি টাকা! কিন্ত কেন ?

এই মোষের দাম ৪কোটি টাকা! কিন্ত কেন ?

 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের রীবা জেলায় নিলামে একটি মোষের দাম উঠল ৪ কোটি টাকা। এই মোষটিকে প্রতিপালন করতে প্রতিদিন খরচ হয় ১৪ হাজার টাকা। জানা গেছে, এই মোষটির নাম হীরা। অমহিয়া স্থিতি ডেয়ারির মোষটিকে নিলামে তোলা হলে হরিয়ানার এক ব্যবসায়ী ৪ কোটি টাকা দাম হাঁকেন। হরিয়ানার মুরা প্রজাতির মোষ এই কালো হীরা। ডেয়ারির মালিক মুন্না সিংয়ের কাছে গত ৫ বছর ধরে মোষটি লালিত পালিত হচ্ছে। এই নিলামে মোষটির দাম শুরু হয় ২ কোটি ৫০ লক্ষ টাকা থেকে শুরু হয়। পরে সেটা পৌঁছে যায় ৪ কোটি টাকায়। উত্তরপ্রদেশে, হরিয়ানা সহ বেশ কয়েকটি রাজ্যের ব্যবসায়ীরা এই নিলামে হাজির হয়েছেন।

এই কালো হীরার খবর সারা শহরে ছড়িয়ে পড়েছে। মোষটিকে দেখতে প্রতিদিন ভিড় জমে যায়। এই হীরার ওজন শুনে সবাই চমকে উঠেন। মোষটির ওজন ১০ কুইন্টাল। তার প্রজনন ক্ষমতার জন্য নাকি বছরে লক্ষ লক্ষ টাকা আয় করেন হীরার মালিক। হীরার মালিক মুন্না সিং বলেন, হীরাকে প্রজনন প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। হীরার সঙ্গে মিলনের ফলে যে বাচ্চার জন্ম হবে, তার ওজন হবে ৪৫-৫০ কিলোগ্রাম হবে। একবারে নাকি ১২-১৪ লিটার দুধ দেবে। বছরে ৪০-৪৫ টা স্ত্রী মোষকে প্রজননে হীরাকে ব্যবহার করা হয়। যার ফলে মালিক বছরে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। কিন্তু ৪ কোটি টাকা দাম উঠলেও হীরাকে বিক্রি করতে চান না হীরার মালিক মুন্না সিং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন