News71.com
 International
 20 Jun 22, 12:09 PM
 1062           
 0
 20 Jun 22, 12:09 PM

ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদানে কোন আপত্তি নেই রাশিয়ার॥ প্রেসিডেন্ট পুতিন

ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদানে কোন আপত্তি নেই রাশিয়ার॥ প্রেসিডেন্ট পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেনের অন্তর্ভুক্তি নিয়ে একেবারে সুর বদল করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিরুদ্ধে নয় রাশিয়া, চলমান যুদ্ধের মধ্যে স্পষ্টত এমনই বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। সংবাদমাধ্যমে এই প্রসঙ্গে পুতিন বলেছেন, ‘‘আমরা এর বিরুদ্ধে নই। ইউরোপীয় ইউনিয়নে ওরা (ইউক্রেন) যোগ দেবে কি না সেটা ওদের সার্বভৌম সিদ্ধান্ত...এটা ওদের ব্যাপার...ইউরোপীয় ইউনিয়ন ন্যাটোর মতো সামরিক গোষ্ঠী নয়।’’ উল্লেখ্য, ইউক্রেনের ন্যাটোয় অন্তর্ভুক্তি নিয়ে গোড়া থেকেই ঘোর ‘আপত্তি’ করে আসছে মস্কো। যা নিয়েই দু’দেশের মধ্যে অশান্তির সূত্রপাত। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রুশ বাহিনী।

ইইউ-তে ইউক্রেনের যোগদানের প্রসঙ্গে পুতিন আরও বলেছেন, ‘‘ইউরোপীয় ইউনিয়নে যদি ইউক্রেন যোগ দেয়, তাহলে পশ্চিমী দেশগুলির উপনিবেশে পরিণত হবে। এটা আমার মত।’’ অন্য দিকে, ইউরোপীয় ইউনিয়নের ‘এগজিকিউটিভ’ শাখা ইউরোপীয় কমিশন ইউক্রেনের সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে সবুজসঙ্কেত দিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বলেছেন, ‘‘ইউক্রেনকে সদস্য দেশ হিসাবে আমন্ত্রণ জানানো উচিত।’’ এই প্রেক্ষাপটে এ নিয়ে পুতিন যে ভাবে মুখ খুললেন, তা এই পর্বে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন