News71.com
 International
 22 Jan 22, 11:18 AM
 200           
 0
 22 Jan 22, 11:18 AM

ইরাকে ১১ ঘুমন্ত সেনাকে হত্যা।।

ইরাকে ১১ ঘুমন্ত সেনাকে হত্যা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের দিয়ালা প্রদেশে সেনাবাহিনীর একটি ব্যারাকে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন বন্দুকধারীরা ঘুমন্ত অবস্থায় থাকা ১১ সেনাকে হত্যা করেছে। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার (২১ জানুয়ারি) আল-আজিম জেলায় এই ঘটনায় ঘটে।

জানা গেছে, ইরাকের  রাজধানী বাগদাদ থেকে ১২০ কিলোমিটার উত্তরে পাহাড়ি এলাকার একটি ব্যারাকে এই হত্যাকাণ্ড ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি এবং হামলার পরিস্থিতিও স্পষ্ট নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকি দুই কর্মকর্তা জানান, আইএস যোদ্ধারা স্থানীয় সময় ভোর ৩টার দিকে ব্যারাকে ঢুকে এবং ঘুমন্ত সেনাদের গুলি করে। ঘটনার পরপর তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তাবাহিনী মোতায়েন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন