News71.com
 International
 22 Jan 22, 11:17 AM
 208           
 0
 22 Jan 22, 11:17 AM

করোনায় বিপর্যস্ত পাকিস্তান।।২ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণ

করোনায় বিপর্যস্ত পাকিস্তান।।২ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণ

আন্তজার্তিক ডেস্কঃ বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। পাকিস্তানে করোনা মহামারি শুরুর পর দুই বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে।  শুক্রবার (২১ জানুয়ারি) দেশটিতে সাত হাজার ৬৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ডন অনলাইন। 

এর আগে ২০২০ সালের ১৩ জুন পাকিস্তানে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছিল। ওই দিন ছয় হাজার ৮২৫ জনের করোনা শনাক্ত হয়। ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার জানিয়েছে, করোনা সংক্রমণে ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় পজিটিভিটির হার বেড়ে ১২ দশমিক ৯৩ শতাংশে পৌঁছেছে। সক্রিয় রোগীর সংখ্যা ইতোমধ্যে ৫৭ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে ৯৬১ জনের অবস্থা গুরুতর। পজিটিভিটির হার সবচেয়ে বেশি করাচিতে-৪৫ দশমিক ৪৩ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন