News71.com
 International
 25 Nov 21, 11:38 AM
 256           
 0
 25 Nov 21, 11:38 AM

ফ্রান্সে নৌকাডুবে ৩১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু॥

ফ্রান্সে নৌকাডুবে ৩১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার পথে ফ্রান্সের ক্যালারিস উপকূলে নৌকাডুবে অন্তত ৩১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। এতে আরও মৃত্যু বাড়ার আশঙ্কা করছেন ফ্রান্স কর্তৃপক্ষ।স্থানীয় সময় বুধবার (২৪ নভেম্বর) ফ্রান্সের ক্যালারিস উপকূলে জেলেরা মাছ ধরতে গেলে বেশ কয়েকটি মরদেহ দেখতে পান। জেলেদের বিপদসংকেত পাওয়ার পরই সেখানে ছুটে যান উদ্ধারকর্মীরা। এসময় উপকূলে অন্তত ৩১ জন অভিবাসী প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ফরাসি পুলিশ। ফ্রান্স থেকে ইংল্যান্ড যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি ডুবে গেলে তাদের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন আরো অনেকে।

এরইমধ্যে ফ্রান্স এবং ব্রিটিশ কর্তৃপক্ষ যৌথভাবে আহতদের উদ্ধারে অভিযান শুরু করেছে। এছাড়া আরো অনেকে নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।এ ঘটনায় ফ্রান্সের প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করে তাদের মৃত্যুর জন্য আন্তর্জাতিক অভিবাসী পাচারকারী চক্রকে দায়ী করেন। তিনি বলেন, পাচারকারী চক্র অভিবাসনপ্রত্যাশীদের ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছাতে সাহায্য করেছিল।গেল মাসে এক হাজার অভিবাসন প্রত্যাশী ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশ করে। এছাড়া ২০২০ সালের তুলনায় এবছর এখন পর্যন্ত যুক্তরাজ্যে তিনগুণ অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছেন বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন