News71.com
 International
 29 Aug 21, 06:59 PM
 27           
 0
 29 Aug 21, 06:59 PM

ইতালির উপকূল থেকে ৫ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার॥

ইতালির উপকূল থেকে ৫ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিতে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (২৮ আগস্ট) লাম্পেদুসা দ্বীপে নৌকাটি থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। তাদের মধ্যে অনেকেই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পার হচ্ছিল। ওইদিন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সাম্প্রতিক সময়ে একদিনে এত সংখ্যক অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার হওয়ার বড় একটি ঘটনা বলে জানিয়েছেন লাম্পেদুসার মেয়র তোতো মারতেলো। ইউরোপে যাওয়ার জন্য এই দ্বীপকেই বেছে নিয়ে থাকেন অভিবাসনপ্রত্যাশীরা। রোববার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।বিবিসির প্রতিবেদনে জানা যায়, জরাজীর্ণ মাছ ধরার নৌকা থেকে উদ্ধার করা বিশাল সংখ্যক এই অভিবাসীদের মধ্যে নারী ও শিশু আছে। অভিবাসীদের মধ্যে অনেকেই উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পার হয়ে ইতালির উপকূলে পৌঁছেছিল। এদের মধ্যে অনেকেই ফের সহিংসতার চিহ্ন বহন করছে। এদিকে প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছেন ইতালির কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন