News71.com
 International
 27 Jul 21, 11:12 PM
 263           
 0
 27 Jul 21, 11:12 PM

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল॥  

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল॥   

আন্তর্জাতিক ডেস্কঃ কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের দাবানল। গেল ১৪ জুলাই শুরু হওয়া দাবানলে ইতোমধ্যে উত্তর ক্যালিফোর্নিয়ার এক লাখ নব্বই হাজার একর বনাঞ্চল পুড়ে গেছে। অঞ্চলটিতে বজ্রপাতের কারণে আগুনের তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। অন্যদিকে, ওরেগন অঙ্গরাজ্যে চার লাখেরও বেশি বনভূমি পুড়ে গেছে। শুষ্ক আবহাওয়া ও দাবদাহের মধ্যেই আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দমকলকর্মীরা।

এদিকে রাশিয়ার সাইবেরিয়া বনাঞ্চলে আগুন নেভাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। প্রচণ্ড গরম আর কালো ধোঁয়ার মধ্যেই কাজ করতে হচ্ছে তাদের। এখন পর্যন্ত দেশটিতে ৪৬ লক্ষ একর বনাঞ্চল পুড়ে গেছে। স্পেনের চলমান দাবানলে তিন হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে দেশটিতে তিনশ দমকলকর্মী কাজ করছেন। অন্যদিকে, ইতালির সারদিনিয়া অঞ্চলে চলমান দাবানলে বিশ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। ইতিমধ্যে অঞ্চলটি থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনই ভয়াবহ এ দাবানলের কারণ হিসেবে দেখছেন বিশ্লষকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন