News71.com
 International
 26 Jan 21, 07:20 PM
 277           
 0
 26 Jan 21, 07:20 PM

পদত্যাগ করছেন ইতালির প্রধানমন্ত্রী জিসেপে কন্তে।।

পদত্যাগ করছেন ইতালির প্রধানমন্ত্রী জিসেপে কন্তে।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির প্রধানমন্ত্রী জিসেপে কন্তে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে কন্তে জানিয়েছেন, তিনি আজ মঙ্গলবার পদত্যাগ করবেন। মঙ্গলবার সকাল ৯টায় মন্ত্রিসভার বৈঠক ডেকে ছিলেন প্রধানমন্ত্রী কন্তে। তার কার্যালয় সূত্রে জানা গেছে, তিনি ওই বৈঠকে তার নিজের ইচ্ছার কথা মন্ত্রীদের কাছে ব্যক্ত করবেন।

এরপরেই হয়তো তিনি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিতে যাবেন। করোনা মহামারির কারণে দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে কন্তে হয়তো নতুন সরকার গঠনের পরামর্শ চাইতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন