News71.com
 International
 16 Sep 20, 11:50 AM
 348           
 0
 16 Sep 20, 11:50 AM

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার॥

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি নয় কাতার। ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে অন্যান্য উপসাগরীয় আরব দেশগুলোর মতো কাতার যোগ দেবে না। খবর আল জাজিরা'র। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোলওয়াহ আল-খাতের সোমবার ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, এই দ্বন্দ্বের মূল কারণ ছিল সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং এটা কোনো উত্তর হতে পারে না। মঙ্গলবার হোয়াইট হাউসে নির্ধারিত অনুষ্ঠানে বাহরাইন-সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীরণের চুক্তি স্বাক্ষরের আগেই আল-খাতের এমন মন্তব্য করেন। এই চুক্তিতে ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে কৌটনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা ও অন্যন্য সম্পর্কের বিষয়গুলো স্থান পাবে। তবে ফিলিস্তিনিরা প্রথম থেকেই এই চুক্তির নিন্দা জানিয়ে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন