News71.com
 International
 10 Sep 19, 07:44 PM
 147           
 0
 10 Sep 19, 07:44 PM

ভারত-পাকিস্তানের মধ্যে এখন উত্তেজনা অনেক কম॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ভারত-পাকিস্তানের মধ্যে এখন উত্তেজনা অনেক কম॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত ও পাকিস্তানের মধ্যে গত ২ সপ্তাহ আগে যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান ছিল তা এখন কম বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া কাশ্মীর ইস্যুতে এই দুই দেশকে ফের সাহায্যের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। খবর এনডিটিভির। গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, আপনারা জানেন কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলছে। তবে আমি মনে করি দুই সপ্তাহ আগে দুই দেশের মধ্যে যে উত্তেজনা ছিল এখন খানিকটা কমে এসেছে।

ট্রাম্পকে ভারত-পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে তাঁর মূল্যায়নের বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, আমার দুই দেশের সঙ্গেই খুব ভাল সম্পর্ক রয়েছে। যদি দুই দেশই চায় তবে আমি তাঁদের এ বিষয়ে সহায়তা করতে রাজি আছি। তাঁরাও এটা জানে। চলতি বছরের আগস্টের শুরুতে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি শাসিত ভারত সরকার। এরপর থেকে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন