News71.com
 International
 16 Aug 19, 06:47 PM
 133           
 0
 16 Aug 19, 06:47 PM

ভারতের স্বাধীনতা দিবসে সীমান্তে হামলা॥ জওয়ানদের পালটা জবাবে হত ৩ পাক সেনা

ভারতের স্বাধীনতা দিবসে সীমান্তে হামলা॥ জওয়ানদের পালটা জবাবে হত ৩ পাক সেনা

আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন উত্তপ্ত হয়ে উঠল ভারত-পাক সীমান্ত। জম্মু ও কাশ্মীরের উরি এবং রাজৌরিতে সীমান্ত এলাকায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাক সেনা। করা হয় মর্টার হামলাও। এরপর শুরু হয় দু'পক্ষের মধ্যে গুলির লড়াই। পাক সেনার হামলার পরই ভারতীয় সেনাও পালটা জবাব দেয়। জওয়ানদের চালানো গুলিতে তিনজন পাক সেনা নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে পাক সেনার পক্ষ থেকে দাবি করা হয়, গুলির লড়াইয়ে পাঁচজন ভারতীয় জওয়ানও শহিদ হয়েছেন। যদিও তা অস্বীকার করে ভারতীয় সেনা। জানানো হয় পাক সেনার গুলিতে কোনও জওয়ানের মৃত্যু হয়নি। উরি এবং রাজৌরির পাশাপাশি এদিন কেজি সেক্টরের নাঙ্গি টেকরি সীমান্তেও লাগাতার গুলি চালাতে থাকে পাক সেনা। ঘটনার পরই দেশের সীমান্তবর্তী সবকটি সেক্টরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কড়া হাতে নাশকতামূলক কাজ দমনের নির্দেশও জারি করা হয়েছে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই ভারত-পাক সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। স্বাধীনতা দিবসের দিন পাক সেনার ছোঁড়া গোলাগুলি সেই ঘটনাকেই আরও স্পষ্ট করল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন