News71.com
 International
 13 Aug 19, 01:08 PM
 181           
 0
 13 Aug 19, 01:08 PM

পাকিস্তান ও কাশ্মীর দু’টোই ভারতের অংশ ॥ ইরানের বংশোদ্ভূত ইমাম তৌহিদি

পাকিস্তান ও কাশ্মীর দু’টোই ভারতের অংশ ॥ ইরানের বংশোদ্ভূত ইমাম তৌহিদি

আন্তর্জাতিক ডেস্কঃ ৩৭০ ধারা বাতিল নিয়ে উত্তাল কাশ্মীর। এ ইস্যুতে উত্তাল ভারত-পাকিস্তানের রাজনীতিসহ গোটা উপত্যকার সমাজ। ইতিমধ্যেই দু’দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। আর এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া প্রবাসী ইরানের বংশোদ্ভূত ইমাম মোহাম্মাদ তৌহিদি জানিয়েছেন, কাশ্মীর কখনই পাকিস্তানের অংশ ছিলো না, হবেও না। পাকিস্তান ও কাশ্মীর দু’টোই ভারতের অংশ । এক টুইট বার্তায় তিনি এই কথা জনানা।

টুইটে তিনি আরো বলেন, ধর্মান্তরিত হয়ে যারা মুসলিম হয়েছেন তারা অস্বীকার করতে পারবেন না যে পুরো এলাকাই হিন্দু ভূমি ছিলো। ইসলামের আবির্ভাবের আগে ভারত ছিলো। ভারত ইসলামের চেয়েও পুরোনো। এর আগেও তৌহিদি একাধিকবার বলেন, কাশ্মীর ইস্যুতে আমার অবস্থান কখনো পরিবর্তিত হয়নি। এটা হিন্দু ভূমি এবং এর সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। শেষবার ভারত যাত্রার সময় আমি বেশ কয়েকজন রাজনীতিবিদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলাম। তারা বলেছিলেন কাশ্মীরকে পাকিস্তান নিজেদের বলে দাবি করে। এই অধিকার তাদের নেই। কারণ, পাকিস্তান তৈরির আগে থেকেই এটা ভারতের অংশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন