News71.com
 International
 13 Aug 19, 12:41 PM
 130           
 0
 13 Aug 19, 12:41 PM

যুক্তরাষ্ট্রের কারণেই মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে ॥ ইরান

যুক্তরাষ্ট্রের কারণেই মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে ॥ ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সন্ত্রাসবাদ ওয়াশিংটনের জন্য কোনো সুফল আনেনি বরং এতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল সোমবার কাতার সফরে গিয়ে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানির সঙ্গে সাক্ষাতে এই মন্তব্য করেন । এসময় মোহাম্মাদ জাওয়াদ জারিফ জানান, ইরান কাতারসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায়। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক কেমন হতে পারে তেহরান-দোহা সম্পর্ক তার উজ্জ্বল দৃষ্টান্ত।


তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের নানা সমস্যাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংকট সমাধানে তেহরান-দোহা ঘনিষ্ঠ সম্পর্ক কার্যকর ভূমিকা পালন করতে পারে। অন্যদিকে শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানি পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সব রকম সহযোগিতা করতে তার দেশের প্রস্তুতির কথাও ঘোষণা করেন । আইরানের পররাষ্ট্রমন্ত্রী তার একদিনের কাতার সফর শেষে নিজের টুইটার পাতায় দেয়া এক পোস্টে এ সফরকে ‘অত্যন্ত গঠনমূলক’ উল্লেখ করেন। সেখানে বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কেবলমাত্র এই অঞ্চলের দেশগুলো নিশ্চিত করবে; কোনো বহিঃশক্তি নয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন