News71.com
 International
 11 Aug 19, 08:34 PM
 213           
 0
 11 Aug 19, 08:34 PM

এক মার্কিন কিশোরীর সঙ্গে যৌনতার কেসে ফেঁসে যাচ্ছেন ব্রিটিশ যুবরাজ॥

এক মার্কিন কিশোরীর সঙ্গে যৌনতার কেসে ফেঁসে যাচ্ছেন ব্রিটিশ যুবরাজ॥

আন্তর্জাতিক ডেস্কঃ এ বার ব্রিটেনের রাজপুত্র অ্যান্ড্রুর বিরুদ্ধে আমেরিকায় এক তরুণীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। বিষয়টি গড়িয়েছে আদালতেও। তবে যৌন নির্যাতনে অভিযুক্ত হওয়ার ঘটনা তাঁর জীবনে নতুন কিছু নয়। ‘ডিউক অফ ইয়র্ক’ অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ, ম্যানহাটনের একটি ভবনে অশালীন এবং ইঙ্গিতপূর্ণ ভাবে ওই তরুণীকে দেহে হাত দিয়েছিলেন তিনি। অভিযোগকারিণী জোহান্না জোবার্গের অভিযোগ ২০০১ সালে ঘটনাটি যখন ঘটে, তিনি তখন নাবালিকা। ঘটনাচক্রে ওই ভবনের মালিক জেফরি এপস্টিনও ইতিপূর্বে নিউইয়র্কে যৌন হেনস্থার মামলায় অভিযুক্ত হয়েছেন ।

এমনকি, এক নাবালিকাকে ইচ্ছার বিরুদ্ধে অ্যান্ড্রুর যৌনসঙ্গী হতে বাধ্য করারও অভিযোগ উঠেছিল কোটিপতি ব্যবসায়ী জেফরির বিরুদ্ধে। ২০১৫ সালে ভার্জিনিয়া জিউফ্রে নামে ওই মহিলা অভিযোগ করেছিলেন, জেফরি তাঁকে অ্যান্ড্রুসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির যৌন-ক্রীতদাসী হতে বাধ্য করেছেন। ঘটনাচক্রে, ভার্জিনিয়ার মতোই জোহান্নার অভিযোগও ‘অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলে খারিজ করেছে বাকিংহাম প্যালেস ।

আদালতে দেওয়া জবানবন্দিতে জোহান্না বলেছেন, জেফরির নির্দেশেই ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্টে যেতে হয়েছিল তাঁকে। সেখানে তখন অ্যান্ড্রুর সঙ্গে ভার্জিনিয়াও ছিলেন। জোহান্নার কথায়, ‘একটি সোফার উপর তাঁরা পাশাপাশি বসেছিলেন। ভার্জিনিয়ার কোলে একটি পুতুল রাখা ছিল। আমাকে অ্যান্ড্রু নিজের কোলে বসান। এবং তাঁর হাত দিয়ে অশালীন ভাবে আমার শরীর স্পর্শ করেন।’ ২০০১ থেকে ২০১১ ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত বিশেষ প্রতিনিধি পদে আসীন ছিলেন অ্যান্ড্রু। ডিভোর্সড রাজপুত্র সে সময় মার্কিন মুলুকে একাধিক যৌন নিপীড়নের ঘটনায় জড়িয়েছেন বলে আমেরিকা এবং ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমের অভিযোগ। আর প্রতিটি ঘটনারই নেপথ্যে ইনভেস্টেমেন্ট ব্যাঙ্কার জেফরি। কয়েক বছর আগে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাও অভিযোগ করেছিলেন, বিমানের মধ্যে অ্যান্ড্রুর সঙ্গে যৌন-সংসর্গে জেফরি তাঁকে বাধ্য করেছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন