News71.com
 International
 19 May 16, 11:51 AM
 553           
 0
 19 May 16, 11:51 AM

চীনা স্টিল আমদানির ওপর আবারো শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।।

চীনা স্টিল আমদানির ওপর আবারো শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনা স্টিল আমদানির ওপর আবারো শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সস্তা মানের স্টিল বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করায় চীনা স্টিল আমদানিতে আরোপিত শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।


মূলত গাড়ি নির্মাণ কাজ এবং কনটেইনার পরিবহন ও তৈরির কাজে ব্যবহৃত স্টিল রফতানিতেই অতিরিক্ত অর্থ গুণতে হবে চীনাদের। চীনা স্টিল আমদানি পুরোপুরি বন্ধ করে দেওয়ারও পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের।


এর আগে যুক্তরাষ্ট্র ও ইইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করেছে, বিশ্ববাজারে কম দামে নিম্নমানের স্টিল বিক্রি করছে চীন। চীনের অসুস্থ প্রতিযোগিতার জন্য এখন পর্যন্ত অন্তত ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে যুক্তরাষ্ট্রের স্টিল কোম্পানিগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন