News71.com
 International
 15 May 16, 02:24 PM
 681           
 0
 15 May 16, 02:24 PM

৮০ ভাগ ব্রিটিশ রাশিয়ায় বসবাস করতে চায়

৮০ ভাগ ব্রিটিশ রাশিয়ায় বসবাস করতে চায়

আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় ৮০ শতাংশ ব্রিটিশ নাগরিক নিজ দেশের ছেড়ে রাশিয়ায় বসবাস করতে ইচ্ছুক। এক বিশেষ সমিক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সমিক্ষাটি সম্পন্ন করে ব্রিটিশ ট্যাবলয়েড 'দ্যা এক্সপ্রেস' নামক একটি কম্পানি। এতে অংশ নেয় প্রায় ২২ হাজার ব্রিটিশ নাগরিক। এর মধ্যে প্রায় ৭৮ শতাংশ নাগরিক বলছে, বিনা মূল্যে যদি জমি দেয়া হয় তবে তারা রাশিয়ায় চলে যেতে প্রস্তুত রয়েছে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যেসব ব্রিটিশ নাগরিক রাশিয়ার সবচেয়ে পূর্বাঞ্চলে বসবাসে রাজি হবে তাদেরকে বিনামূল্যে ২.৫ একর জমি দেয়া হবে। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট এ প্রস্তাব উৎথাপন করেন।

উক্ত সমিক্ষায় অংশগ্রহণকৃত এক নাগরিক জানান, 'ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কিংবা করবিনের লেবার দলের অধীনে থাকার চেয়ে রাশিয়ায় আমি অনেক বেশি ভালো থাকব।' আরেক ব্যক্তি এমন প্রস্তাব দেয়ার জন্য প্রেসিডেন্ট পুতিনের প্রশংসা করেন এবং রুশ প্রেসিডেন্টের প্রতি তাদের ভালোলাগার কথা জানান।

অন্যদিকে, প্রায় ৩৫ শতাংশের কম ব্রিটিশ নাগরিক ডেভিড ক্যামেরনের প্রতি সমর্থন ব্যক্ত করেন। পুতিন দেশের পূর্বাঞ্চলে বসবাসের জন্য যে প্রস্তাব দিয়েছেন তা দেশি-বিদেশি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে তিনি জানান। তবে শর্তটি হচ্ছে বিদেশি নাগরিকদেরকে নিজ দেশের নাগরিকত্ব ছেড়ে শুধুমাত্র রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করতে হবে। পরে তারা সেখানে ব্যবসা, কৃষিকাজ কিংবা পর্যটনের কাজ শুরু করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন