News71.com
 International
 20 Apr 18, 02:36 AM
 147           
 0
 20 Apr 18, 02:36 AM

কমনওয়েলথের পরবর্তী নেতা হচ্ছেন প্রিন্স চার্লস।

কমনওয়েলথের পরবর্তী নেতা হচ্ছেন প্রিন্স চার্লস।

আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ব্রিটেনের রানী এলিজাবেথ। এ সময় তিনি প্রিন্স চার্লসকে এই জোটের নেতা নির্বাচিত করার জন্যে কমনওয়েলথ নেতাদের প্রতিও আহবান জানান। রানী তার ভাষণে বলেন, কমনওয়েলথ যেভাবে বিকশিত হয়েছে তাতে তিনি সন্তুষ্ট এবং গর্ব অনুভব করেন। তিনি আশা করেন, তার বড় ছেলে প্রিন্স চার্লস তার পর এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, যার মধ্য দিয়ে কমনওয়েলথের স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা বজায় থাকবে। আগামী শনিবার রানী তার ৯২তম জন্মদিন পালন করবেন এবং ইতোমধ্যেই কিছু কিছু দায়িত্ব তিনি রাজপরিবারের কনিষ্ঠ সদস্যদের হাতে তুলে দিচ্ছেন। ৫৩টি দেশের এই জোটের সম্মেলনে তিনি এই শেষবারের মত যোগ দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। সম্মেলনে ৫৩টি সদস্য দেশের মধ্যে ৪৬টি দেশের সরকার প্রধান উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই সম্মেলনে যোগ দিচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন