News71.com
 International
 10 Mar 18, 01:01 AM
 111           
 0
 10 Mar 18, 01:01 AM

১১ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে যাবে।

১১ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে যাবে।

আন্তর্জাতিক ডেস্কঃ ১১ মার্চ ভোররাত দুইটার দিকে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকার ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে তিনটা বাজানো হবে। দিনের আলোকে কাজে লাগাতে প্রায় একশত বছর আগে এই ব্যবস্থা চালু করা হয়েছে।এর নামকরণ করা হয় ডে লাইট সেভিং টাইম। এই ব্যবস্থা অব্যাহত থাকবে ৪ নভেম্বর রোববার ভোর রাত দুইটা পর্যন্ত।গ্রীষ্মকালে দিন বড় হয়। এজন্য ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে নিলে আমেরিকানদের কর্মপরিধি কিছুটা বাড়ে বলে সকলের ধারণা।নতুন এই সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউইয়র্কে তখন রাত দুইটা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন