News71.com
 International
 28 Feb 18, 10:53 AM
 127           
 0
 28 Feb 18, 10:53 AM

বাংলাদেশের জ্বালানি খাতে অংশীদারিত্ব বাড়াবে তুরস্ক ও আলজেরিয়া।  

বাংলাদেশের জ্বালানি খাতে অংশীদারিত্ব বাড়াবে তুরস্ক ও আলজেরিয়া।   

আন্তর্জাতিক ডেস্কঃ জ্বালানি খাতে অংশীদারিত্ব বাড়াতে একমত হয়েছে তুরস্ক ও আলজেরিয়া।আজ বুধবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের আলজেরিয়া সফর কালে দুই দেশের মধ্যে এ ঐকমত্য হয়।জ্বালানি খাতে অংশীদারিত্বের অংশ হিসেবে পেট্রোকেমিক্যাল সেক্টরে তুরস্কের দুইটি জ্বালানি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আলজেরিয়ার রাষ্ট্রায়ত্ব জ্বালানি প্রতিষ্ঠান।এ বিষয়টি নিয়ে বুধবার শিরোনাম করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

তুর্কি-আলজেরিয়া বিজনেস ফোরামের বৈঠকে অংশ নিয়ে জ্বালানি খাতে দুই দেশের এ অংশীদারিত্বের ঘোষণা দেন এরদোয়ান।যৌথ বিনিয়োগে সম্মত হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে আলজেরিয়ার সোনাটরেস এবং তুরস্কের রোনেসান্স ও বায়েয়ান।তুরস্কের ভূমধ্যসাগর তীরবর্তী প্রদেশ আদানায় এ বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে।
রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, যৌথ বিনিয়োগের এ কারখানা থেকে বছরে সাড়ে চার লাখ পলিফ্রোপলিইন উৎপাদন সম্ভব হবে। আর এর কাঁচামালের যোগান দেবে আলজেরিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন