News71.com
 International
 25 Feb 18, 10:03 AM
 171           
 0
 25 Feb 18, 10:03 AM

শত্রু দেশের নজরদারিতে ভারতীয় সেনাবাহিনীতে আরো অত্যাধুনিক ৪০০ ড্রোন

শত্রু দেশের নজরদারিতে ভারতীয় সেনাবাহিনীতে আরো অত্যাধুনিক ৪০০ ড্রোন

আন্তর্জাতিক ডেস্কঃ শত্রু দেশের নজরদারিতে ভারতীয় সেনাবাহিনীতে প্রয়োজন আরো অন্তত ৪০০ ড্রোন। সেই তালিকায় থাকবে কমব্যাট এয়ারক্রাফট, হাই-এনার্জি লেজার ও স্যাটেলাইট। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন রোডম্যাপ-২০১৮ তে এই তালিকা তৈরি করা হয়েছে।কলকাতা এই রোডম্যাপ ভারতের সেনাবাহিনীর প্রযুক্তিগত উন্নয়নের দিকটি নিয়ে দেখাশোনা করবে। কোন জিনিস কেনা হবে বা তৈরি করা হবে তার সবটাই দেখা হবে। বেশির ভাগ অস্ত্রে ক্ষেত্রেই মেড ইন ইন্ডিয়া’র আওতায় তৈরি করা হবে বলেও জানা গেছে। দেশটির সেনার চাহিদার মধ্যে প্রথম দিকেই আছে সাবমেরিন, ডেস্ট্রয়ার, ফ্রিজেট ও মিসাইল। রয়েছে কেমিক্যাল, বায়োলজিক্যাল, নিউক্লিয়ার ডিফেন্স সিস্টেমও। তবে ভারতীয় সেনার স্থলবাহিনীর জন্য প্রয়োজন আরো ৪০০ ড্রোন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন