News71.com
 International
 17 Feb 18, 10:08 AM
 134           
 0
 17 Feb 18, 10:08 AM

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ২২ জন।

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ২২ জন।

 আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় আজ শনিবার অন্তত ২২ জন নিহত ও আরো ২৮ জন আহত হয়েছে।উপশহর কোনডুগার কাসুয়ার কিফি এলাকায় তিন আত্মঘাতী হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জনাকীর্ণ বাজারে তিন বোমা হামলাকারী একসাথে তাদের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।আত্মঘাতী হামলাকালে বিপুল সংখ্যক মানুষ শেষ সময়ের বাজার করছিল।নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ঘোমটায় মুখ ঢাকা নারীদের মাধ্যমে বোমা হামলা চালিয়ে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন