News71.com
 International
 08 Feb 18, 03:04 AM
 168           
 0
 08 Feb 18, 03:04 AM

চীনে নির্মাণাধীন একটি সুড়ঙ্গপথ ধসে ৮ জন শ্রমিক নিহত।

চীনে নির্মাণাধীন একটি সুড়ঙ্গপথ ধসে ৮ জন শ্রমিক নিহত।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের গুয়াংঝু প্রদেশের ফোশান শহরে নির্মাণাধীন একটি সুড়ঙ্গপথ ধসে ৮ জন শ্রমিক নিহত হয়েছে।নিখোঁজ হয়েছে ৩জন শ্রমিক ।বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।৯জন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা এখন বিপদমুক্ত তিনজন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে।তাদের উদ্ধারের জোর চেষ্টা চলছে। ফোশান শহরের কেন্দ্রস্থলের ৮ লেনবিশিষ্ট একটি সড়কের নিচেই নির্মাণ করা হচ্ছিল এই সুড়ঙ্গপথটি।সুড়ঙ্গপথটির ভেতর দুটি বাস্কেটবল কোর্ট-পরিমাণ এলাকা ২০ ফুট গভীর গর্তের ভেতর দেবে যাবার দৃশ্য দেখানো হয় রাষ্ট্রীয় সিসিটিভির ফুটেজে।সুড়ঙ্গপথের পাইপ ছিদ্র হয়ে ভেতরে পানি ঢুকতে শুরু করার পর শ্রমিকরা তা বন্ধ করার চেষ্টা চালান।এসময় হঠাই বিকট বিস্ফোরণ ঘটে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন