News71.com
 International
 05 Feb 18, 08:09 AM
 118           
 0
 05 Feb 18, 08:09 AM

সিরিয়ায় উত্তরপশ্চিমাঞ্চলে রুশ বিমান হামলায় ৩০ জঙ্গি নিহত।।

সিরিয়ায় উত্তরপশ্চিমাঞ্চলে রুশ বিমান হামলায় ৩০ জঙ্গি নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে রুশ বিমান হামলায় অন্তত ৩০ জঙ্গি নিহত হয়েছে। গতকাল শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়।ওই এলাকায় রাশিয়ার একটি জঙ্গি বিমানকে ভূপাতিত করার পর এ অভিযান চালানো হয়।বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার ইদলিব প্রদেশে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাত্রের সাহায্যে রাশিয়ার এসইউ-২৫ জঙ্গি বিমানটি ভূপাতিত করা হয়। জাবহাত আল-নুসরা জঙ্গি গোষ্ঠী এ হামলা চালায়। এরপর বেশ কয়েকটি রুশ জঙ্গি বিমান জঙ্গি গোষ্ঠীটির নিয়ন্ত্রিত এলাকায় এ অভিযান চালায়।বিবৃতিতে আরো বলা হয়,৩০ জনের বেশি জাবহাত আল-নুসরাহ্ জঙ্গি নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন