News71.com
 International
 03 Feb 18, 09:43 AM
 150           
 0
 03 Feb 18, 09:43 AM

৪০০ শিষ্যকে নপুংসক করার মামলায় রাম রহিমের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই।

৪০০ শিষ্যকে নপুংসক করার মামলায় রাম রহিমের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই।

আন্তর্জাতিক ডেস্কঃ ডেরা সচ্চা সৌদার ৪০০ শিষ্যকে নপুংসক করে দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গুরমিত রাম রহিম সিংহ এবং দুজন চিকিৎসক পঙ্কজ গর্গ ও এম পি সিংহের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই।আজ শুক্রবার পঞ্চকুলার বিশেষ আদালতে এই চার্জশিট জমা দেয়া হয়। ধর্ষণের দুটি মামলায় ২০ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে রাম রহিমের। তিনি এখন জেলবন্দি।এরপর পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে দায়ের হওয়া এই মামলাতেও যদি দোষী সাব্যস্ত হন ডেরা প্রধান, তাহলে তার সাজার পরিমাণ বাড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন