News71.com
 International
 27 Jan 18, 12:36 PM
 115           
 0
 27 Jan 18, 12:36 PM

ভারতের মহারাষ্ট্রে নদীতে যাত্রীবাহি বাস।। নিহত ১৩ জন

ভারতের মহারাষ্ট্রে নদীতে যাত্রীবাহি বাস।। নিহত ১৩ জন

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে।এতে আহত হয়েছেন ৫ জন।নিখোঁজ রয়েছেন বেশ কয়েক জন।গতকাল শুক্রবার মধ্যরাতে মহরাষ্ট্রের কোলহাপুর শহরের পঞ্চগঙ্গা নদীতে বাসটি পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।জানা যায় বাসটি উপকূলীয় শহর রত্নাগিরি থেকে খোলপুর যাচ্ছিলো।এর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নদীতে পড়ে যায় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন