News71.com
 International
 18 Jan 18, 11:35 AM
 111           
 0
 18 Jan 18, 11:35 AM

দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর চীনে আবারও চালু হচ্ছে গুগল ম্যাপ সেবা।

দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর চীনে আবারও চালু হচ্ছে গুগল ম্যাপ সেবা।

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর পুনরায় চীনে গুগল ম্যাপ সেবা চালু করছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটি গুগল ম্যাপস ওয়েবসাইটে চীনা সংস্করণ চালু করেছে। এছাড়া চীনা আইফোন ব্যবহারকারীদের জন্য ম্যাপ অ্যাপ চালু করেছে।গুগলের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পলিসি কমিউনিকেশন্স বিভাগের প্রধান তাজ মেয়াদাউস জানান, চীনে গুগল ম্যাপে কোনো ধরনের পরিবর্তন আসেনি। অনেক বছর ধরেই দেশটিতে ডেক্সটপে এ সেবা পাওয়া যাচ্ছে। তবে অ্যান্ড্রয়েড কিংবা আইওএস অ্যাপ স্টোরে এটি পাওয়া যাচ্ছে না। ২০১০ সালে চীনে ম্যাপ সেবা কার্যক্রম বন্ধ করে দেয় গুগল। ওই বছর চীনে প্রতিষ্ঠানটির বেশকিছু সেবা বন্ধ করা হয়। সার্চ ফলাফলে সেলফ-সেন্সর চালু রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করে গুগল তার ম্যাপ সেবা বন্ধ করে। এরপর থেকে দেশটিতে গুগলের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ করা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন