News71.com
 International
 17 Jan 18, 01:00 AM
 162           
 0
 17 Jan 18, 01:00 AM

মিয়ানমারে রাখাইন বৌদ্ধদের ওপর পুলিশের হামলা নিহত ৭ জন।  

মিয়ানমারে রাখাইন বৌদ্ধদের ওপর পুলিশের হামলা নিহত ৭ জন।   

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে বৌদ্ধধর্মাবলম্বী রাখাইনদের ওপর পুলিশের গুলিবর্ষণে সাতজন নিহত ও আরো ২৩ জন আহত হয়েছে।গতকাল মঙ্গলবার রাতে তারা একটি সরকারি দপ্তর দখলে নেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি বর্ষণ করলে হতাহতের ঘটনা ঘটে।বৌদ্ধধর্মাবলম্বী কয়েক হাজার বিক্ষোভকারী একটি অনুষ্ঠান পালনের জন্য প্রাচীন মন্দির চত্বর মরাউকে সমবেত হয়েছিল।এ অঞ্চলের সংখ্যালুঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর সামরিক বাহিনী ব্যাপক দমনপীড়ন চালালেও এটি এখন পর্যন্ত অক্ষত রয়েছে।তবে তাদের সমাবেশটি কেন সহিংস রূপ নিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।মিয়ানমার পুলিশের মুখপাত্র কর্নেল মিয়ো সোয়ে বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সমবেত জনতাকে ছত্রভঙ্গ করতে প্রথমে রাবার বুলেট ছুঁড়লেও তারা সরে না যাওয়ায় পুলিশ গুলি বর্ষণ করে। এতে সাতজন নিহত ও ২৩ জন আহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন