News71.com
 International
 11 Jan 18, 12:58 PM
 156           
 0
 11 Jan 18, 12:58 PM

অবরোধের দায়ে আরব দেশসমূহের কাছে ক্ষতিপূরণ চাওয়ার পরিকল্পনা করছে কাতার।।

অবরোধের দায়ে আরব দেশসমূহের কাছে ক্ষতিপূরণ চাওয়ার পরিকল্পনা করছে কাতার।।


আন্তর্জাতিক ডেস্কঃ কাতারের বিরুদ্ধে সকল ধরণের সম্পর্ক ছিন্ন করে নিষেধাজ্ঞা আনায় সৌদি নেতৃত্বাধীন প্রধান আরব দেশসমূহের কাছে ক্ষতিপূরণ চাওয়ার পরিকল্পনা করছে দোহা। গত বছর জুন মাসে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনে আরব দেশগুলো।এ ব্যাপারে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুলোয়া আল-খাতের জানান, সকল ধরণের আইনি বৈধতা থাকা সত্ত্বেও কোন ধরণে বাণিজ্যের সুযোগ পাচ্ছে না। তিনি বলেন, এটি রীতিমত অর্থনৈতিক যুদ্ধ।সন্ত্রাসবাদের সাথে যোগসাজশের অভিযোগে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, মিশর দেশটির ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আনে। অন্যদিকে, কাতার বারবার তার ওপর আনা অভিযোগ অস্বীকার করে আসছে। সেইসাথে সংকট নিরসনে সংলাপের আহবানও করেছে বেশ কয়েকবার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন