News71.com
 International
 08 Jan 18, 11:27 AM
 200           
 0
 08 Jan 18, 11:27 AM

মাস না পেরোতেই বাতিল হতে চলেছে কোহলি-আনুশকার বিয়ে।।

মাস না পেরোতেই বাতিল হতে চলেছে কোহলি-আনুশকার বিয়ে।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মা গত ডিসেম্বরে ঘটা করে ইতালিতে বিয়ে করেছেন। আর মাস না পেরোতেই বাতিল হতে চলেছে সেই স্বপ্নের বিয়ে। অথচ বিয়ে ও রিসেপশনের পর্ব মিটিয়ে নব দম্পতি দু’দিন আগেই কেপটাউনে বরের সঙ্গে হুল্লোড় করে সময় কাটিয়ে দেশে ফিরেছেন। জানা গেছে,বিরাট ও আনুশকার আইনি বিয়েটাই নাকি বাতিল হয়ে যেতে পারে। ১১ই ডিসেম্বর ইতালির তাস্কানিতে বিয়ে করেছেন তারা। সেই খবর নাকি রোমের ভারতীয় দূতাবাসকেই দেননি দু’জন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিয়ের রিসেপশন পার্টিতে হাজিরও হয়েছিলেন। পাঞ্চাব ও হরিয়ানার এক আইনজীবী নাকি আরটিআই করে জানতে চেয়েছিলেন বিরাট ও আনুশকার ম্যারেজ রেজিস্ট্রেশন। তাতেই ভারতীয় দূতাবাস জানিয়েছে বিরাট ও আনুশকা নাকি বিয়ের খবর ভারতীয় দূতাবাসের ম্যারেজ অফিসারকে জানাননি। সে কারণে তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন আইনত নয়। ভারতে দ্বিতীয়বার তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন