News71.com
 International
 04 Jan 18, 12:01 PM
 146           
 0
 04 Jan 18, 12:01 PM

নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতি হামলায় নিহত ১২।।

নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতি হামলায় নিহত ১২।।

আন্তর্জাতিক ডেস্কঃ মসজিদে আত্মঘাতি বোমা হামলায় ১২ জন নিহত হয়েছেন।আজ বুধবার দেশটির উত্তরপূর্বাঞ্চলের গাম্বারু শহরে এ হামলা হয়। নাইজেরিয়ার সেনা সূত্র এবং একটি দাতব্য সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের গাম্বারু শহরটি ইসলামি জঙ্গী সংগঠন বোকো হারাম-এর একটি প্রধান ঘাঁটি। ক্যামেরুনের সীমান্ত সংলগ্ন গাম্বারু শহরে আজ ফজরের নামাজের সময় এ হামলা করা হয়। দেশটির একটি দাতব্য সংস্থার কর্মী আলী মোস্তফা এ তথ্য জানান। তিনি বলেন,আমি যখন ফজরের নামাজের জন্য মসজিদে যাচ্ছিলাম তখন বিকট শব্দে মসজিদটিতে বোমার বিস্ফোরণ ঘটে। আলী মোস্তফা জানান,ওই মসজিদে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং তা ভস্মিভূত হয়। তিনি সেখানে ছিন্নভিন্ন অবস্থায় হামলাকারীসহ ১২ জনের লাশ দেখতে পান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন