News71.com
 International
 19 Dec 17, 08:36 AM
 209           
 0
 19 Dec 17, 08:36 AM

২০১৮ সালের প্রথমে দিক থেকে টুরিস্ট ভিসা দেয়া শুরু করবে সৌদি আরব।।

২০১৮ সালের প্রথমে দিক থেকে টুরিস্ট ভিসা দেয়া শুরু করবে সৌদি আরব।।

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব ২০১৮ সালের প্রথম তিন মাসের মধ্যে টুরিস্ট ভিসা দেয়া শুরু করবে। পর্যটক বিভাগের এক কর্মকর্তা একথা জানিয়েছে। সৌদি যুবরাজ সুলতান বিন সালমান বিন আব্দুল আজিজ জানান, সকল দেশের নাগরিকদের সৌদি আরব সফরের জন্য আগামী বছর থেকে ইলেকট্রনিক ভিসা দেয়ার সকল সরকারি অনুমোদন সম্পন্ন করা হয়েছে।যোগ্য প্রার্থীরা কিভাবে ভিসা পাবেন সেই বিধিমানা প্রস্তুত করা হচ্ছে জানিয়েছেন টুরিজম এন্ড ন্যাশনাল হ্যারিটেজের সৌদি কমিশনের প্রধান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন