নিউজ ডেস্কঃ টানা কয়েকমাস বন্ধ থাকার পর সিলেটের তামাবিল ও সুনামগঞ্জের বড়ছড়া-চারাগাও স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু হয়েছে। এ দুটি স্থলবন্দরে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। সূত্র মতে এই দুটি শুল্ক স্টেশন কয়লা আমদানি করে দৈনিক অন্তত তিন লাখ টাকা রাজস্ব আয় করে থাকে। সিলেটের তামাবিল,বড়ছড়া, বাগলী ও চারাগাও শুল্ক স্টেশন দিয়ে শুধু কয়লা আমদানি বাবদ বছরে সাড়ে ৩ কোটি টাকার মত রাজস্ব আয় করে থাকে।
তামাবিল স্থলবন্দর দিয়ে আট মাস পর ভারত থেকে কয়লা আমদানি শুরু হয় গত শুক্রবার বিকাল থেকে। এর আগে গত বৃহস্পতিবার থেকে বড়ছড়াসহ পাশের আরো দুটি শুল্ক স্টেশন দিয়েও কয়লা আমদানি শুরু হয়। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খন্দকার শিপার আহমদ বলেন,নানা আইনী জটিলতার অবসান ঘটিয়ে সরকারের রাজস্ব আয়ের পথ সুগম হয়েছে। কয়েক হাজার বেকার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। ব্যবসা বাণিজ্য আবার চাঙ্গা হয়েছে। শ্রমিকদের ঘরে প্রাণ ফিরে এসেছে।