আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিরক্ষা গবেষণায় বড়সড় সাফল্য পেয়েছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভালপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। দেশটি গতকাল বুধবার সুখোই যুদ্ধবিমান থেকে ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। এই সাফল্যের জন্য DRDO-কে অভিনন্দন জানিয়েছেন ভারতের মহিলা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। শুধু আকাশপথেই নয়, স্থল ও জলপথেও প্রায় ৩০০ কিমি দুরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র।
গতকাল বুধবার সুখোই যুদ্ধবিমান থেকে বঙ্গোপসাগরে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। প্রথম প্রচেষ্টাতেই সাফল্য পায় ভারত। প্রতিরক্ষা মন্ত্রনালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,সুখোই যুদ্ধবিমান থেকে ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ সফল হয়েছে। এর ফলে নির্দিষ্ট দূরত্ব থেকে যেকোনও লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত হানতে পারে।