News71.com
 International
 17 Nov 17, 02:38 AM
 172           
 0
 17 Nov 17, 02:38 AM

আগামী সপ্তাহেই পদত্যাগ করছেন সৌদি বাদশাহ আব্দুল আজিজ, ক্ষমতা পাচ্ছেন ক্রাউন প্রিন্স সালমান  

আগামী সপ্তাহেই পদত্যাগ করছেন সৌদি বাদশাহ আব্দুল আজিজ, ক্ষমতা পাচ্ছেন ক্রাউন প্রিন্স সালমান   

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ আগামী সপ্তাহেই পদত্যাগ করতে যাচ্ছেন। সৌদি রাজপরিবারের ঘনিষ্ট একটি সূত্রের খবর, পদত্যাগের পর ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাতে ক্ষমতা তুলে দেবেন তিনি। রাজপরিবারের সাথে ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে সূত্র আরও জানায়, পদত্যাগের পর বাদশাহ সালমানের ভূমিকা হবে অনেকটা ইংল্যান্ডের রাণীর মতো। তিনি শুধুমাত্র ‘পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধায়ক’ হিসেবে দায়িত্ব পালন করবেন। সূত্র জানায়, শুধু আলঙ্করিকভাবে রাষ্ট্রের প্রধান হিসেবে থাকবেন তিনি। সরকারি সকল দায়িত্ব ক্রাউন প্রিন্সের কাছে হস্তান্তর করা হবে।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (৩২) সাম্প্রতিক সময়ের এক আলোচিত নাম। নভেম্বরের শুরুতে দুর্নীতি দমন অভিযানের নামে তিনি ৪০ জনেরও বেশি প্রিন্স এবং সরকারের মন্ত্রীকে গ্রেফতার করান। সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের বয়স এখন ৮১ বছর। ২০১৫ সালের জানুয়ারিতে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পান প্রিন্স মোহাম্মদ বিন সালমান। গত জুনে ক্রাউন প্রিন্স নির্বাচিত হন তিনি। এরপর থেকেই ক্ষমতা পাকাপোক্ত করতে অনেকটাই ‘বেপরোয়া’ হয়ে উঠেন ক্রাউন প্রিন্স।

এর আগে,২০৩০ সালকে লক্ষ্য করে সৌদি আরবের সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের জন্য ব্যাপক পদক্ষেপ ঘোষণা করেন ক্রাউন প্রিন্স সালমান। তেল নির্ভরতা কাটিয়ে,পদ্ধতিগত দুর্নীতি থেকে মুক্তি এবং ধর্মীয় কট্টরপন্থা থেকে একটি ‘মডারেট’ সমাজে দেশকে উত্তরণের প্রতিজ্ঞা করেন তিনি। কর্মক্ষেত্রে আরও অধিক হারে নারীদের অংশগ্রহণের বিষয়টিতেও অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি। সম্প্রতি নারীদের গাড়ি চালানো, স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়ার মতো কিছু ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিয়ে সারা বিশ্বের দরবারে অভিনন্দিত হয়েছেন তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন