আন্তর্কাতিক ডেস্কঃ রাস্তায় গাড়িচালকদের সিট বেল্ট বাঁধা কিংবা মোবাইলে কথা না বলার জন্যে সব সময় পরার্ম দেয় ট্রাফিক বিভাগ। এটা নতুন নয়। অনেক দেশের মানুষ এসব নিয়ম মেনে চলেন। কিন্তু যারা জানা সত্ত্বেও ঝামেলা করেন, তাদের তো বাধ্য করতেই হয়। আর সেই পথেই এগিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক অ্যাফেয়ার্স বিভাগ। এ বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল মেজর জেনারেল ফাহদ আল-সোয়িয়া জানিয়েছেন যে, দেশটির ট্রাফিক আইনের ২০৭ ধারাকে কার্যকর করা হয়েছে। যদি চলন্ত অবস্থায় গাড়িচালকরা সিট বেল্ট না বাঁধেন এবং মোবাইলে কথা বলেন তবে গাড়ি জব্দ করা হবে। গতকাল থেকেই নিয়ম কার্যকর করা হয়েছে।
শাস্তি হিসেবে ওই গাড়ি সর্বোচ্চ ২ মাস আটক রাখা হবে। সঙ্গে যোগ করা হবে জরিমানা। যদি চালক ড্রাইভিংয়ের সময় হেডফোনেও কথা বলেন,তবে একই জরিমানা ধার্য করা হবে। মোটরসাইকেলচালকদের একই শাস্তি দেওয়া হবে যদি তাদের মাথায় হেলমেট না থাকে। ট্রাফিক অ্যাফেয়ার্স জানায়,গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় চালকদের কোনো ধরনের অচেতনতা বরদাস্ত করা হবে না। নিজের,অন্যের এবং সমাজের নিরাপত্তায় এসব নিয়ম পালনে বাধ্য করা হবে। ইতিমধ্যে পাবলিক রিলেশন্স অ্যান্ড সিকিউরিটি মিডিয়া ডিপার্টমেন্ট এ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে। ট্রাফিক বিভাগ প্রিন্ট, অডিও এবং ভিডিও ব্যবহার করছে ক্যাম্পেইনে। সোশাল মিডিয়ার মাধ্যমেও মানুষকে সচেতন করা হবে। ইলেকট্রনিকক বিলবোর্ডেও সংশ্লিষ্ট বিষয়ে বিজ্ঞাপন প্রচার করা হবে। নাগরিকদের মাঝে বিভিন্ন ভাষায় লিফলেট বিতরণ করা হবে।