News71.com
 International
 16 Nov 17, 04:03 AM
 180           
 0
 16 Nov 17, 04:03 AM

লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ছবি নিলামে বিক্রি, মুল্য ৩ হাজার ৭৬১ কোটি ৯৮ লাখ টাকা  

লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ছবি নিলামে বিক্রি, মুল্য ৩ হাজার ৭৬১ কোটি ৯৮ লাখ টাকা   

আন্তর্জাতিক ডেস্কঃ ৫০০ বছরের পুরোনো শিল্পকর্মটি। ধারণা করা হয়, প্রখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি যিশুখ্রিষ্টের এই ছবিটি এঁকেছিলেন। নিউইয়র্কে তা বিক্রি হয়েছে ৪৫ কোটি ডলারে,বাংলাদেশি মুদ্রায় যা ৩ হাজার ৭৬১ কোটি ৯৮ লাখ টাকা। শিল্পকর্মটি সালভাতো মুন্ডি’ নামে পরিচিত। এর অর্থ ‘বিশ্বের পরিত্রাতা’। যিশুখ্রিষ্টকে বলা হয় পরিত্রাতা। নিলামে এ যাবত কালের সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হওয়া শিল্পকর্ম এটি। বিক্রি হওয়ার পর ব্রিটিশ নিলাম ঘর ক্রিস্টিতে সবাই উল্লসিত হয়ে ওঠে ও করতালি দেয়।

লিওনার্দো দ্য ভিঞ্চি ১৫১৯ সালে মারা যান। তাঁর আঁকা ২০ টিরও কম শিল্পকর্ম টিকে আছে। এগুলোর একটি সালভাতোর মুন্ডি। ধারণা করা হচ্ছে,এটি কারও ব্যক্তিগত সংগ্রহে ছিল। ১৫০৫ সালের কিছু সময় পরে এটি আঁকা হয়েছিল। নিলামে দর-কষাকষির পর শিল্পকর্মটি দাম ওঠে ৪০ কোটি ডলার। বিভিন্ন অর্থ যুক্ত হয়ে তা দাঁড়ায় ৪৫ কোটি ডলারে। যিনি শিল্পকর্মটি কিনেছেন,তাঁর নাম জানা যায়নি। জানা যায়, টেলিফোনের মাধ্যমে তিনি নিলামে অংশ নিয়েছিলেন। মাত্র ২০ মিনিটেই দাম ঠিক হয় শিল্পকর্মটির। শিল্পকর্মে দেখা যায়,যিশুখ্রিষ্ট এক হাত তুলে রয়েছেন। অন্য হাতে তিনি গোলাকার কাচের জিনিস ধরে আছেন।

১৯৫৮ সালে লন্ডনে এই শিল্পকর্মটি ৬০ ডলারে বিক্রি হয়েছিল। ওই সময় ধারণা করা হয়েছিল শিল্পকর্মটি লিওনার্দো নিজে আঁকেননি। এটি তাঁর কোনো অনুসারীর আঁকা। এখন পর্যন্ত শিল্পকর্মটি যে লিওনার্দোরই আঁকা,তা স্বীকৃত হয়নি। একজন সমালোচকের মতে,শিল্পকর্মটি বার্নিশ ও ঘষামাজা করা হয়েছে। বহু বার এটি রং করা হয়েছে। এ কারণে এটি একই সঙ্গে নতুন ও পুরোনো মনে হয়। তবে নিলামঘর ক্রিস্টি জোর দিয়ে বলেছে,শিল্পকর্মটি অকৃত্রিম। বিংশ শতাব্দীতে এই শিল্পকর্ম উদ্ধার করাকে বড় ঘটনা হিসেবে অভিহিত করেছে ক্রিষ্টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন