News71.com
 International
 15 Nov 17, 12:46 PM
 159           
 0
 15 Nov 17, 12:46 PM

ইউরিয়ার চাহিদা মেটাতে মানুষের মূত্র থেকে সার তৈরির প্রস্তাব দিলেন ভারতী। মন্ত্রী নিতিন গডকড়ী

ইউরিয়ার চাহিদা মেটাতে মানুষের মূত্র থেকে সার তৈরির প্রস্তাব দিলেন ভারতী। মন্ত্রী নিতিন গডকড়ী

আন্তর্জাতিক ডেস্কঃ সারাবিশ্বে চাষবাসের কাজে ইউরিয়া সারের চাহিদা বিপুল। ভারতে ইউরিয়ার চাহিদা মেটাতে বিদেশ থেকে প্রচুর পরিমাণে আমদানি করতে হয় । বিদেশ থেকে আমদানি কমাতে এ বার ভারত নিতে যাচ্ছে এক অভিনব পদক্ষেপ । মানুষসহ গৃহপালিত জীব জন্তুর মুত্র হতে পারে ইউরিন ব্যাঙ্ক । আর এই মূত্র (প্রসাব) জমিয়েই সেই ব্যাঙ্ক বানানো হবে, জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী। তবে সবটাই এখনও দেশেটির সরকারি স্তরে ভাবনাচিন্তার পর্যায়ে রয়েছে।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপির এই অন্যতম শীর্ষনেতা নিতিন গডকড়ী এ কথা বলেছেন, অব্যবহৃত রেচন পদার্থ দিয়ে যদি দেশের ভিতরেই বিপুল পরিমাণে ইউরিয়া তৈরি করা সম্ভব হয়, তা হলে ভারতের খরচও অনেকটাই কমবে। আর কৃষকেরা আরও কম দামে ইউরিয়া কিনে তা সার হিসাবে ব্যবহার করতে পারবেন। মানুষের মূত্রে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। যার কোনও সদ্ব্যবহার হয় না। আমরা ইতিমধ্যেই ফসফরাস এবং পটাশিয়ামের জৈব বিকল্প পেয়ে গিয়েছি। এ বার নাইট্রোজেনকে কাজে লাগিয়ে ইউরিয়া তৈরি করতে পারলে গাছের বাড়-বৃদ্ধির জন্য আরও ভাল সার তৈরি করতে পারব। তাই প্রতিটা তহশিলে একটা করে ইউরিন ব্যাঙ্ক গড়ে তুলতে চান গডকড়ী।

যেহেতু ইউরিন ব্যাঙ্কের জন্য তো মানুষের মূত্র লাগবে প্রচুর পরিমাণে তাই অত মূত্রের জোগান করার জন্য কৃষকদের সাহায্য চেয়েছেন এই ভারতীয় মন্ত্রী নিতিন গডকড়ী। কৃষকদের বলেছেন ১০ লিটারের একটি প্লাস্টিক পাত্রে মূত্র সংগ্রহ করে নিকটবর্তী তহশিল কেন্দ্রে নিয়ে যেতে। এই মুত্র সংগ্রহের জন্য উৎসাহ বাড়াতে প্রতি লিটার মূত্র-পিছু কৃষকদের ১ টাকা করে দেবে সরকার। মূত্র রাখার জন্য নির্দিষ্ট পাত্রও সরকারের তরফ থেকে কৃষকদের বিনামূল্যে দেওয়া হবে।তবে সব কিছুর আগে সুইডিশ বিজ্ঞানীদের পরামর্শ নিয়ে নাগপুরের ধাপেওয়ারা গ্রামের পরীক্ষাগারে মুত্র থেকে পরীক্ষামুলয ইউরিয়া বানানো হবে। ঠিকঠাক থাকলে তবেই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন