News71.com
 International
 06 Nov 17, 11:53 AM
 145           
 0
 06 Nov 17, 11:53 AM

ইয়েমেনের নিরাপত্তা ভবনে আত্মঘাতী হামলায় নিহত ৫।।  

ইয়েমেনের নিরাপত্তা ভবনে আত্মঘাতী হামলায় নিহত ৫।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের সরকারি দূর্গ আদেনের নিরাপত্তা ভবনে গতকাল রবিবার দুইটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। হামলায় নিরাপত্তা ফোর্সের পাঁচজন সদস্য নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছে। নিরাপত্তা ফোর্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন,আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি ঘাটি আদেনের খর মাকসারের মধ্যাঞ্চলীয় এলাকার নিরাপত্তা বাহিনী সদর দপ্তরের বাইরে আল-কায়েদা চালিত একটি গাড়ি বিস্ফোরণ ঘটায়। এরপর মুহূর্তেই বন্দুকধারীরা আদেনের ফৌজদারী তদন্ত ইউনিট ভবনে আরেকটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন