News71.com
 International
 05 Nov 17, 01:20 AM
 134           
 0
 05 Nov 17, 01:20 AM

প্রথমবারের মতো নেপাল ও ভারতের সঙ্গে বাঘ জরিপ চালাবে বাংলাদেশ।।

প্রথমবারের মতো নেপাল ও ভারতের সঙ্গে বাঘ জরিপ চালাবে বাংলাদেশ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ প্রথমবারের মতো বাংলাদেশ,ভারত ও নেপাল সমন্বিতভাবে নিজেদের এলাকায় একইসময় বাঘ জরিপ করতে যাচ্ছে। ভারতের জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ এনটিসিএ এই সমন্বিত জরিপের প্রস্তাব দিয়েছে। প্রথমবারের মতো উত্তর প্রদেশ,রাজস্থান ও হিমাচল প্রদেশের মাঠ পর্যায়ের পরিচালক,বিভাগীয় বন কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তাদের ছয়টি বনাঞ্চলে বাঘ জরিপ পরিচালনার জন্য বিশেষজ্ঞ প্রশিক্ষণ দেওয়া হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই প্রশিক্ষণ শুরু হবে। ভারতে এনটিসিএ ও বন্যপ্রাণী ইনিস্টিটিউট এই জরিপ কার্যক্রম দেখভাল করবে।

এনটিসিএ-এর অতিরিক্ত মহাপরিদর্শক বলেছেন,নেপাল ও বাংলাদেশ আমাদের সঙ্গে যৌথভাবে বাঘ জরিপ পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। কারণ তাদের বনাঞ্চলের কিছু অংশ ভারতের সীমান্তের সঙ্গে সংলগ্ন অবস্থায় রয়েছে। এই উন্নয়নকে আমরা স্বাগত জানাচ্ছি কারণ,এটা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে জোরদার করবে এবং বাঘের সংখ্যা সংরক্ষণে সাহায্য করবে। ভারতের উত্তর প্রদেশের বেরেলি সার্কেলের বনসংরক্ষক ভিকে সিং জানিয়েছেন, প্রথম দফার বাঘ জরিপ শেষ হবে ডিসেম্বর মাসের শেষ নাগাদ। পরিসংখ্যান ও স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের আলোকে বাসস্থানের ধরণ নির্ধারণে দ্বিতীয় দফার জরিপ শেষ হবে জানুয়ারিতে। চূড়ান্ত পর্বে থাকছে বাঘের বসতির ঘনত্ব ও ক্যামেরা বসানো। এটি আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে অক্টোবর পর্যন্ত চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন