News71.com
 International
 31 Oct 17, 07:41 AM
 149           
 0
 31 Oct 17, 07:41 AM

পাকিস্তানের এক গৃহবধূর তৈরি বিষাক্ত লাচ্ছি খেয়ে শ্বশুরবাড়ির ১৫ জনের মৃত্যু।

পাকিস্তানের এক গৃহবধূর তৈরি বিষাক্ত লাচ্ছি খেয়ে শ্বশুরবাড়ির ১৫ জনের মৃত্যু।

আন্তর্জাতিক ডেস্কঃ ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়ার পর পাকিস্তানের এক তরুণী তার শ্বশুরবাড়ির লোকদের বিষাক্ত লাচ্ছি খাওয়ানোর পর তার স্বামীসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। পাঞ্জাব প্রদেশের মুজাফফরগড় জেলায় আজ মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। আসিয়া বিবি নামে ওই তরুণীকে তার কথিত প্রেমিকসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।গত সেপ্টেম্বর মাসে আসিয়াকে জোর করে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। এরপর গত সপ্তাহে সে তার স্বামীকে বিষ মেশানো দুধ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে চেষ্টা সফল হয়নি। এরপর আসিয়া দই দিয়ে তৈরি লাচ্ছিতে ওই বিষ মিশিয়ে দেয় এবং স্বামীর পরিবারের সবাইকে তা পরিবেশন করে। বিষাক্ত লাচ্ছি খেয়ে আসিয়ার স্বামীসহ ১৫ জন মারা যায় এবং অন্য ১২ জন এখন অসুস্থ হয়ে হাসপাতালে আছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন