News71.com
 International
 30 Oct 17, 08:20 AM
 163           
 0
 30 Oct 17, 08:20 AM

আমেরিকার নির্দেশেই জায়গা দেয়া হয়েছে তালেবান নেতাদের ।।টেলিভিশন সাক্ষাতকারে কাতারের আমির  

আমেরিকার নির্দেশেই জায়গা দেয়া হয়েছে তালেবান নেতাদের ।।টেলিভিশন সাক্ষাতকারে কাতারের আমির   

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের মে মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৫৫ দেশের প্রতিনিধি অংশ নেন।
এর পরের মাসেই কাতারের ওপর অবরোধ আরোপ করে সৌদি আরব। তাদের পদাঙ্ক অনুসরণ করে মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ। সন্ত্রাসবাদের অভিযোগ এনে জারি করা এ অবরোধকে প্রচণ্ড ধাক্কা হিসেবে উল্লেখ করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি।

আমেরিকার টিভি অনুষ্ঠান সিক্সটি মিনিট এ দেয়া সাক্ষাতকারে কাতারের আমির এ মন্তব্য করেন। কাতারে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী তালেবানের উপস্থিতি নিয়ে তিনি বলেন, আমেরিকাই তালেবানদের এদেশে আনার জন্য বলেছে। আমরা সেচ্ছায় তাদের আমন্ত্রণ করে আনিনি। আমাদের মধ্যস্থতায় তালেবানদের সঙ্গে আমেরিকা সংলাপ করতে চেয়েছে। তাই তাদের এখানে জায়গা দেয়া হয়েছে। একারণেই তারা এখানে আছে। এখানে কাতারের ভুল কোথায় ?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন