আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। রাজ্য পুলিশের সিনিয়র এক কর্মকর্তা বলেন, ‘প্রায় ৪০ জন যাত্রীকে বহন করা একটি টেম্পু রাজ্যের মানদিয়া জেলার থর সেতিহালি গ্রামের কাছে একটি গাছের সাথে ধাক্কা খেলে রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, এতে ঘটনাস্থলেই নয়জন নিহত হয়। স্থানীয় বাসিন্দারা আহতদের কাছের একটি হাসপাতালে ভর্তি করে। ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘টেম্পুটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল এবং এটির গতিও ছিল অনেক বেশী। অন্ধকারের মধ্যে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।’ তিনি আরো জানান, এ ঘটনার ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।