আন্তর্জাতিক ডেস্কঃআফগান নিরাপত্তা বাহিনী উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের তালা-ও-বারফাক জেলা থেকে তালেবান জঙ্গিদের উৎখাত করে এটির নিয়ন্ত্রণ নিয়েছে। কয়েকদিনের যুদ্ধের পর তারা জেলাটি দখল নিলো। এতে জঙ্গি গ্রুপের অনেক সদস্য হতাহত হয়েছে।আজ শনিবার সেনা মুখপাত্র গোলাম হযরত কারিমি একথা জানান। তিনি বলেছেন, ‘এ অঞ্চলে বিগত ছয়দিনের লড়াইয়ে কমপক্ষে ২০ তালেবান জঙ্গি নিহত হয় এবং বিদ্রোহীরা ওই এলাকা থেকে পালিয়ে যায়।তিনি আরো জানান, ওই এলাকায় ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তালা-ও-বারফাক জেলা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে জঙ্গিদের খুঁজছে। এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।
তালা-ও-বারফাক জেলার নিয়ন্ত্রণ নিয়েছে আফগান বাহিনী, ২০ জঙ্গি নিহতপুল-ই-খুমরি (আফগানিস্তান) আফগান নিরাপত্তা বাহিনী উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের তালা-ও-বারফাক জেলা থেকে তালেবান জঙ্গিদের উৎখাত করে এটির নিয়ন্ত্রণ নিয়েছে।কয়েকদিনের যুদ্ধের পর তারা জেলাটি দখল নিলো। এতে জঙ্গি গ্রুপের অনেক সদস্য হতাহত হয়েছে। শনিবার সেনা মুখপাত্র গোলাম হযরত কারিমি একথা জানান। তিনি বলেন, ‘এ অঞ্চলে বিগত ছয়দিনের লড়াইয়ে কমপক্ষে ২০ তালেবান জঙ্গি নিহত হয় এবং বিদ্রোহীরা ওই এলাকা থেকে পালিয়ে যায়।’ তিনি আরো জানান, ওই এলাকায় ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তালা-ও-বারফাক জেলা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে জঙ্গিদের খুঁজছে।এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।