আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের হিরোশিমার পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া সেতসুকো থার্লো আইক্যানের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরষ্কার গ্রহণ করবেন।গত বৃহস্পতিবার আইক্যান এ কথা জানায়।নোবেল কমিটি এ বছর ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু এবোলিশ নিউক্লিয়ার উইপন্স (আইক্যান)কে শান্তি পুরষ্কার প্রদান করে।সূত্র মতে, আগামী ১০ ডিসেম্বর আইক্যানের নির্বাহী পরিচালক বেত্রিচ ফিন যখন পুরষ্কার গ্রহণ করবেন তখন অসলোর ওই মঞ্চে সেতসুকো থার্লোও (৮৫) থাকবেন। তারা যৌথভাবে এ পুরস্কার গ্রহণ করবেন।এক বিবৃতিতে আইক্যান জানায়, ২০০৭ সালে আইক্যানের কার্যক্রম শুরুর সময় থেকেই সেতসুকো থার্লো অগ্রণী ভূমিকা রেখে আসছেন। এছাড়া জুলাইয়ে পরমাণু অস্ত্র নিষিদ্ধ করে জাতিসংঘ যে যুগান্তকারী চুক্তি কওে সে আলোচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
বর্তমানে কানাডায় বসবাসকারী থার্লো জন্ম নেন জাপানে। ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিয়ায় বোমা হামলার সময় তার বয়স ছিল ১৩ বছর। তিনি খুব কাছ থেকে বোমা হামলার ভয়াবহ ও নিষ্ঠুর পরিস্থিতি প্রত্যক্ষ করেন।তার অভিজ্ঞতার বর্ণনায় তিনি বলেন, গ্রাউন্ড জিরো থেকে মাত্র ১ দশমিক ৮ কিলোমিটার দূরে ধসে পড়া এক ভবনের নীচে তিনি চাপা পড়েছিলেন। একই কামরায় থাকা তার অধিকাংশ স্কুল বন্ধুকে তিনি জীবন্ত পুড়ে যেতে দেখেন।তিনি গত সাত দশক ধরে পরমাণু অস্ত্রের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছেন।