News71.com
 International
 22 Oct 17, 12:12 PM
 141           
 0
 22 Oct 17, 12:12 PM

নাইজারে বন্দুকধারীদের হামলায় ১২ সেনা সদস্য নিহত।।  

নাইজারে বন্দুকধারীদের হামলায় ১২ সেনা সদস্য নিহত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মালি সীমান্তে বন্দুকধারীদের হামলায় নাইজারের অন্তত ১২ সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় আরও বেশ কিছু সেনা আহত হয়েছে। গতকাল শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বাজুম সংবাদমাধ্যমকে বলেছেন,এটি নতুন হামলা। ১২ জন সেনা এতে নিহত হয়েছে। আমরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। প্রসঙ্গত,এর আগে চলতি মাসের শুরুতে ওই অঞ্চলে এক হামলায় চার মার্কিন ও নাইজার সেনা নিহত হয়।

এদিকে একটি নিরাপত্তা সূত্র বলেছে,হামলাকারীরা মনে হচ্ছে মালি থেকে সীমান্ত অতিক্রম করে নাইজারের ঢুকেছে এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। হামলাকারীরা চারটি গাড়িতে অন্তত ৭ জন ঢুকে পড়ে এবং হামলা চালায়। তাদের কাছে রকেট লঞ্চার ও মেশিন গান ছিল। উল্লেখ্য,২০১৬ সালে দেশটিতে অন্তত ৪৬টি হামলার ঘটনা ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন